হাইড্রো পাওয়ার প্রজেক্ট দুর্নীতির তদন্তে দিল্লি ও কাশ্মীরে সিবিআই হানা

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : কিরু হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট দুর্নীতির তদন্তের স্বার্থে দিল্লি ও কাশ্মীরে অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সোমবার সিবিআই-এর আধিকারিকরা এই অভিযান শুরু করেছে। এদিন সকাল থেকে দিল্লি ও কাশ্মীরের ৮টি স্থানে অভিযান চালায় সিবিআই-এর আধিকারিকরা। দিল্লির মোট সাতটি স্থানে এবং জম্মু ও কাশ্মীরের কিশতয়ার জেলার একটি স্থানে তল্লাশি অভিযান চালানো হয়।

এর আগে ২০২৩ সালের মে মাসেও সিবিআই কিরু হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট দুর্নীতির তদন্তের জন্য দিল্লি ও রাজস্থানে অভিযান চালিয়েছিল। সেবার এই দুটি রাজ্যের মোট ১২টি স্থানে অভিযান চালিয়েছিল সিবিআই।