ভারতীয় নারীরা সব ক্ষেত্রেই বিস্ময়কর কাজ করছেন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): নতুন বছরের প্রথম মন-কি-বাত অনুষ্ঠানে নারী শক্তির জয়গান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় নারীরা সব ক্ষেত্রেই বিস্ময়কর কাজ করছেন। আরেকটি ক্ষেত্র যেখানে মহিলারা নিজেদের ছাপ তৈরি করেছেন তা হল স্বনির্ভর গোষ্ঠী৷ এখন দেশে নারী স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা এবং পরিধি উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। সেই দিন বেশি দূরে নয় যখন ”নমো ড্রোন দিদিয়ান”-কে প্রতিটি গ্রামে কৃষিক্ষেত্রে ড্রোনের মাধ্যমে কৃষিকাজে সাহায্য করতে দেখা যাবে।”

প্রধানমন্ত্রীর কথায়, “আমি উত্তর প্রদেশের বাহরাইচে স্থানীয় উপাদান ব্যবহার করে জৈব-সার এবং জৈব-কীটনাশক প্রস্তুত করার বিষয়ে জানতে পেরেছি। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নিবিয়া বেগমপুর গ্রামের মহিলারা গোবর, নিম পাতা এবং বেশ কিছু ঔষধি গাছ মিশিয়ে জৈব সার তৈরি করেন। একইভাবে, এই মহিলারা জৈব কীটনাশকও প্রস্তুত করেন… এই মহিলারা ”উন্নতি জয়ভিক ইকাই” নামে একটি সংস্থা তৈরি করেছেন, যা এই মহিলাদের জৈব-পণ্য তৈরিতে সাহায্য করে। জৈব-পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যার ফলস্বরূপ, এই স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।”