কংগ্রেস দেশের উন্নয়ন করেছে, বিজেপি দেশে বিভেদ সৃষ্টি করছে : মল্লিকার্জুন খাড়গে

দেহরাদূন, ২৮ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস দেশের উন্নয়ন করেছে, বিজেপি দেশে বিভেদ সৃষ্টি করছে, এই মন্তব্য করে বিজেপির ওপর আক্রমণ করেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি রবিবার উত্তরাখণ্ডের রেসকোর্সে অবস্থিত বান্নু স্কুলের মাঠে বিরাট কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন।

তিনি বলেন, একমাত্র কংগ্রেসই দেশের উন্নয়ন করেছে, বিজেপি দেশে বিভেদ সৃষ্টি করছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার বিরোধী নেতাদের হয়রানি করছে। তিনি মোদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে বুথ স্তরে কাজ করার জন্য কংগ্রেস কর্মীদের উপর জোর দেন।

রবিবার দুপুরে রেসকোর্সে অবস্থিত বান্নু স্কুলের মাঠে বিরাট কার্যকর্তা সম্মেলনে ভাষণ দিয়ে লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করেন জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, বিজেপি সরকার হেলিকপ্টার অবতরণের অনুমতি দিচ্ছে না। হেলিকপ্টারে ওড়ার জন্য নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। এই সরকার রাহুল গান্ধী ও আমাদের হয়রানি করছে। এই ধরনের সরকারকে অপসারণ করতে হবে এবং আপনারাই এদের অপসারণ করতে পারেন। উত্তরাখণ্ডের মানুষ সাহসী। খাড়গে বলেন, আপনি আপনার জীবন দিয়ে দেশকে বাঁচান, কিন্তু মোদী নিজেই এর কৃতিত্ব নেবে। প্রধানমন্ত্রী মোদীর সবসময় মিথ্যা বলার অভ্যাস রয়েছে। সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে টিভিতে দেখবেন মোদীর মুখ । তিনি কটাক্ষ করেন যে প্রধানমন্ত্রী মোদী বিষ্ণুর ১১ তম অবতার হওয়ার চেষ্টা করছেন। বিজেপির একনায়কত্বকে কংগ্রেস ভয় পায় না। বিজেপি বলুক দেশের স্বাধীনতায় বিজেপির কী অবদান রয়েছে।