নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি: রাজ্যের পাহাড়ি এলাকায় আঞ্চলিক দলগুলিতে ভাঙ্গন অব্যাহত রয়েছে। সমীকরণ পাল্টাচ্ছে পাহাড়ি জনপদেও। দলে দলে মানুষ আঞ্চলিক দল ত্যাগ করে বিজেপির পতাকা তলে শামিল হচ্ছে।
মান্দাই তে তিপ্রামথায় বড় ভাঙন। রবিবার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে সামিল হলো ৬৮৩ ভোটার। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে সামিল স্বাগত জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
লোকসভা নির্বাচনের আগে এটি খুবই ইতিবাচক দিক বলে অভিমত ব্যক্ত করেছেন বিজেপির নেতৃবৃন্দ। পাহাড়ের রাজনৈতিক সমিকরন ক্রমেই পাল্টে যাচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দলে আস্থা হারাচ্ছেন জনজাতিরা। তাই বিজেপিতেই ভরসা তাদের। এমনই অভিমত বিজেপি নেতৃত্বদের।