শিলিগুড়ি, ২৮ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র নেতৃত্ব দিতে উত্তরবঙ্গে পৌঁছেছেন। রবিবার সকালে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে জলপাইগুড়ি চলে যান রাহুল।
ভারত জোড়ো ন্যায় যাত্রা জলপাইগুড়ি থেকে শুরু হয়ে শিলিগুড়িতে প্রবেশ করবে। বাগডোগরা বিমানবন্দরে, আইএনডিআই জোট নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে রাহুল গান্ধী কোনও মন্তব্য করেননি।