আগরতলা,২৭ জানুয়ারি: চড়িলাম পরিমল চৌমুহনি এলাকায় ২টি বড়ো অজগর সাপ উদ্ধার করেছেন এলাকার কিছু যুবক। ঘটনাটি প্রতক্ষ করে সাথে সাথে এলাকার লোকজন বন দপ্তরকে খবর পাঠিয়েছিলেন। তা নিয়ে ওই এলাকার স্থানীয় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
স্থানীয় মানুষদের অভিযোগ, বন দপ্তরকে খবর পাঠানো হয়েছিল। কিন্তু বন দপ্তরের লোকজন জানিয়েছেন সাপ ধরার মতো তাদের কাছে কোনো জিনিস না থাকার পর সাপ উদ্দার করতে সক্ষম হয়েছেন তাঁরা।

