আগরতলা, ২৭ জানুয়ারি: অতিসত্বর ত্রিপুরা লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো হবে। নতুন করে কমিটি তৈরি করা হবে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক শেষে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
প্রসঙ্গত, আজ প্রদেশ কংগ্রেসের ত্রিপুরা লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য লিগ্যাল সেলের নেতৃত্ব।
এদিন আশিস কুমার সাহা বলেন, ওই সভায় সিদ্ধান্ত হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অতিসত্বর ত্রিপুরা লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো এবং নতুন করে কমিটি তৈরি করা হবে। পাশাপাশি নির্বাচনে কমিটিকে আরও কিভাবে সক্রিয় ভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারেও এই বৈঠকে আলোচনা হয়েছে।