উত্তর ২৪ পরগনা, ২৭ জানুয়ারি (হি.স.) : টিটাগড়ে ওয়াগন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। শনিবার দুপুরে আগুন লাগে ওই ওয়াগন কারখানায়। জানা গেছে, অগ্নিকাণ্ডে ওয়াগন কারখানার ভিতরের যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। কীভাবে আগুন লাগল তা পরিষ্কার নয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
ওই ওয়াগান কারখানা এলাকায় থাকা বসতিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। টিটাগড়ে যে ওয়াগান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে মূলত ওই কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরি হয়। আর এই আগুনের জেরে পাশেই তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি।
তবে কারখানা লাগোয়া অঞ্চলে আশেপাশে ঘন জনবসতি এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দমকল বিভাগের পক্ষ থেকে জলের সঙ্গে ফোম ব্যবহার করে এই আগুন আয়ত্তে আনার চেষ্টা চালানো হয়। এলাকাটি পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হয়। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আপ্রাণ চেষ্টা চালান দমকল কর্মীরা।