আগরতলা, ২৭ জানুয়ারি: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার। ওই ঘটনায় আমতলী থানা সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমতলির ঘোষ পাড়ায় বাসিন্দা রিনা ঘোষ (৪৫) হাঁপানিয়ায় মেলায় একটি দোকানের ডিউটি সেরে হেটে বাড়ি ফিরছিলেন। তখন আমতলি থানা সংলগ্ন হোটেলের সমনে একটি গাড়ি রিনা ঘোষকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্হানীয় মানুষ মহিলাকে উদ্ধার হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত চালক কিষাণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

