এডিসিতে এক ইঞ্চি জমিও  দেওয়া হবে না, বাঙালীদের উদ্দেশ্যে হুশিয়ারী প্রদ্যুতের

আগরতলা, ২৭ জানুয়ারি: এডিসি এলাকায় এক ইঞ্চি জমিও দেওয়া হবে না। বাঙালিদের উদ্দেশ্যে হুশিয়ারী দিয়ে সামাজিক মাধ্যমে এই কড়া বার্তা দিলেন প্রদ্যুৎ কিশোর দের্ববমন। মূলত, এই কড়া হুশিয়ারীর পেছনে কারণ হিসেবে দেখা যাচ্ছে জনৈক নির্মল আচার্য্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এডিসি এলাকায় বসবাসরত অনুপজাতি ভূমিহীনদের জন্য জমি বন্দোবস্তের দাবি জানিয়েছেন। তাতেই প্রদ্যুৎ ভীষণ ক্ষেপেছেন।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি জনৈক নির্মল আচার্য্য পশ্চিম জেলার জেলা শাসককে একটি চিঠি দিয়েছিলেন। ওই  চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যের এডিসি এলাকায় প্রচুর অনুপজাতি মানুষ বসবাস করেন। তাঁদের বড় অংশ বছরের পর বছর ধরে গৃহহীন। মাথা গুজার ঠাঁই নেই। এই সমস্ত অনুপজাতি অংশের মানুষকে এডিসি এলাকায় ভূমি বন্দোবস্ত দেওয়া আবশ্যক। তিনি লেখেছেন, এডিসি এলাকায় বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর, আনন্দ নগর, মাছমাড়া, দশদা কাঞ্চনপুর এবং খেদাছড়ায় অনুপজাতিদের একটি করে জমির বন্দোবস্ত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে তিনি আরও লেখেন, ধলাই জেলার অন্তর্গত ছৈলেংটা, ছাওমনু, গন্ডাছড়া, লালছড়া, গঙ্গানগর, কালাজারি ও রাইমাভ্যালি এবং গোমতী জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় বাঁধারঘাট, অম্পি, আঠারবুলাব, কিল্লা, যতনবাড়ি, পাহাড়পুর, শান্তিরবাজার, সাব্রুম, সোনামুড়া এডিসি এলাকায় অনুপজাতিদের জমির বন্দোবস্ত দেওয়া হোক। 

এই চিঠি দেখেই চটে লাল হয়ে গেছেন প্রদ্যুৎ। বাঙালিদের উদ্দেশ্য হুশিয়ারী দিয়ে সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রদ্যুতের কথায়, এডিসি এলাকায় এক ইঞ্চি জমিও দেওয়া হবে না। প্রশাসন অনুপজাতি অংশের মানুষের বসতি স্থাপন করতে চাইলে ভারতের অন্য কোথায়ও তার ব্যবস্থা করুক। তিপ্রাসা লোক জন যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন।