সন্ধ্যায় দিল্লিতে ‘এনসিসি প্রধানমন্ত্রী’ সমাবেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিকেল সাড়ে ৪টায় দিল্লির কারিপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি প্রধানমন্ত্রী সমাবেশে ভাষণ দেবেন। গতকাল ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পিআইবি জানায়, অনুষ্ঠানে ‘অমৃতকালের এনসিসি’ থিমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যাতে অমৃত প্রজন্মের অবদান ও ক্ষমতায়ন দেখানো হবে। বাসুধৈব কুটুম্বকমের সত্যিকারের ভারতীয় চেতনার সাথে সঙ্গতি রেখে, ২৪টি দেশের ২২০০ টিরও বেশি এনসিসি ক্যাডেট এবং যুব ক্যাডেটরা এই বছরের সমাবেশে অংশ নেবেন।

বিজ্ঞপ্তি অনুসারে, ৪০০ জনের বেশি প্রঞ্চায়েত প্রধান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১০০ জনের বেশি মহিলা বিশেষ অতিথি হিসাবে এনসিসি প্রধানমন্ত্রীর সমাবেশে অংশ নেবেন।