এফএ কাপ : শেষ মুহূর্তের গোলে জিতে পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

ম্যানচেস্টার, ২৭ জানুয়ারি (হি.স.) : চেষ্টার পর চেষ্টা। কোনও কিছুতেই গোল হচ্ছিল না। গোলবারে লাগল পাঁচটি শট । ১৮ বারের গোলচেষ্টা ব্যর্থ। তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি গোল পেল একেবারে শেষ মুহূর্তে। সেই গোলে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেল পেপা গার্দিওলার দল।

ম্যাচের ৮৮ মিনিটে সেই গোল করেন সিটির ডিফেন্ডার নাথান আকি। গতকাল শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামের নতুন ভেন্যুতে খেলেছে সিটি। এর আগে এই মাঠে কোনও গোল করতে পারে নি ম্যানচেস্টার সিটি। যদিও পাঁচবার মুখোমুখি হয়েছিল এই দুইদল