শিলিগুড়ি, ২৭ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ির হায়দরপাড়ার বিবাদী সরণীতে একটি বাড়িতে আগুন লাগে। শনিবার ঘটনাটি ঘটে ।
এদিন প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণও স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি।

