আগরতলা, ২৭ জানুয়ারি: সারা দেশের সাথে তাল মিলিয়ে আজ সিপিআইএম সংযুক্ত কিষান মোর্চা কৈলাশহর মহকুমা কমিটির উদ্যোগে ৯ দফা দাবির ভিত্তিতে কৈলাশহরে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে বিক্ষোভ মিছিলিটি সিপিআইএম মহকুমা কমিটির অফিস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কৈলাশহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।কৈলাশহর পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় একটি পথসভায় মিলিত হয়।
নয় দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল বিদ্যুৎ বেসরকারি করণ বিল বাতিল করতে হবে। সরকারি বেসরকারি সমস্ত কৃষি ঋণ মুকুব করতে হবে। সহ আরও ইত্যাদি দাবিতে আজকের এই কর্মসূচি করা হয় ।সিপিআইএম সংযুক্ত কিষাণ মোর্চা কৈলাশহর মহকুমা কমিটির পক্ষ থেকে। আজকের এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়।

