ভান্ডারা, ২৭ জানুয়ারি (হি.স.) : মহারাষ্টের ভান্ডারায় গোলাবারুদের কারখানা ‘অর্ডিনেন্স ফ্যাক্টরি’তে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক কর্মীর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ।
সূত্রের খবর, শনিবার সকাল আটটা নাগাদ অস্থায়ীভাবে গোলাবারুদ রাখার স্থানে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনায় মৃত অবিনাশ মেশরাম (৫২) এদিন সকালের শিফটে কাজ করছিলেন। ঘটনাস্থলে সেই মুহূর্তে তিনি একাই ছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইরে দাঁড়িয়ে থাকা যানবাহনেও আগুন ধরে যায়। পুড়ে যায় কারখানার কিছুটা অংশ। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে ওই কারখানার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। দুর্ঘটনার ঘটার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ। এব্যাপারে তাঁরা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

