বিহারের বাবা ব্রহ্মেশ্বর স্থান মন্দিরের উন্নয়নমূলক কাজের উদ্বোধনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

পাটনা, ২৭ জানুয়ারি (হি.স.) : বিহারে বাবা ব্রহ্মেশ্বর স্থান মন্দির কমপ্লেক্সে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি শনিবার বিহারের বক্সার জেলার অন্তর্গত বাবা ব্রহ্মেশ্বর স্থান মন্দির আবাসনের উন্নয়ন কাজের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন। এছাড়াও তিনি উন্নয়নমূলক কাজের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মুখ্যমন্ত্রী বাবা ব্রহ্মেশ্বর স্থান মন্দিরে বিহার রাজ্যের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী মন্দির পরিদর্শন করেন এবং মন্দির চত্বরের পাশে অবস্থিত পুকুরও ঘুরে দেখেন। তিনি বলেন, আজ ৯ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে বাবা ব্রহ্মেশ্বর স্থান মন্দিরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। মন্দির চত্বরকে ঘিরে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে এবং মন্দির চত্বরের পাশে ৫ একর জমির ওপর অবস্থিত প্রাচীন পুকুরটিও সংস্কার করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।

মুখ্যমন্ত্রী বলেন, জনগণের জন্য শৌচালয় এবং চেঞ্জিং কক্ষ সংস্কার করা হয়েছে এবং মন্দিরে প্রবেশের জন্য স্বাগত গেট তৈরি করা হয়েছে। এসব কাজ শেষ হলে বাবা ব্রহ্মেশ্বর স্থান মন্দিরে ভক্তদের অনেক সুবিধা হবে। তিনি বলেন, আজ উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ২ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে বাবা ব্রহ্মেশ্বর স্থান মন্দিরের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, ভক্তদের বিপুল ভিড়ের কারণে এই প্রকল্পের আওতায় উত্তর ও দক্ষিণ দিকে আরও দুটি গেট নির্মাণ, সৌন্দর্যবর্ধনের কাজ, পশ্চিম দিক থেকে সীমানা প্রাচীর নির্মাণ, বিদ্যুতের ব্যবস্থা ও আলোকসজ্জা ইত্যাদি করা হচ্ছে। নীতীশ জানান যে এই কাজগুলি সমাপ্ত হলে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ভক্তদের অনেক সুবিধা হবে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বাবা ব্রহ্মেশ্বরনাথ মন্দিরের প্রতীক উপহার দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবেকে সম্মানিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *