ছৈলেংটা বাজার মাঠে উদযাপিগ ৭৫তম সাধারণতন্ত্র দিবস

আগরতলা, ২৭ জানুয়ারি: জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহকুমা প্রশাসনের তরফ থেকে ছৈলেংটা বাজার মাঠে পালিত হল ৭৫তম সাধারণতন্ত্র দিবস। এই মহৎ অনুষ্টানে জাতীয় পতাকা উত্তোলন করেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা। 

বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মহকুমায় প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসে আরক্ষা দপ্তর ছাড়াও প্যারেডে অংশগ্রহণ করে চারটি স্কুলের ছাত্র-ছাত্রী।  বক্তব্য রাখতে গিয়ে শম্ভুবাবু প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা রাখেন। 

তিনি বলেন আজকের দিন আমাদের কাছে গর্বের দিন। তাই মহান দিনে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার অঙ্গীকার হওয়ার আহ্বান রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহকুমাশাসক উত্তম কুমার ভৌমিক,  মনু ও ছৈলেংটা থানার এসডিপিও সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।