২৯ জানুয়ারী প্রধানমন্ত্রীর সাথে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিচ্ছে ত্রিপুরার ৪ ছাত্র-ছাত্রী

আগরতলা, ২৭ জানুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৯ জানুয়ারী স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে বার্ষিক আলোচনার  আসর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে পড়ুয়াদের সঙ্গে স্কুল জীবনের চূড়ান্ত পরীক্ষার চাপ হ্রাস করার উপায় নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন। ইতিমধ্যেই গত ৬ বছরে এই কর্মসূচী ছাত্রী-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে।  পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার এই সপ্তম পর্বটি আয়োজিত হতে চলেছে দিল্লিতে ভারত মন্ডপমে।

আসন্ন পরীক্ষা পে চর্চার এই ৭ম পর্বে রাজ্যের চার ছাত্রী-ছাত্রী অংশ নেবে| তাঁদেরক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বেছে নিয়েছে আগরতলার বিভিন্ন স্কুল থেকে। তাঁরা দিল্লিতে গিয়ে এই অনুষ্ঠানে অংশ নেবে এবং পরীক্ষার চাপ হ্রাস করার দিক দিশা নিয়ে তাঁরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পাবে| ইতিমধ্যেই তারা দিল্লির উদ্দ্যেশে রওয়ানা হয়ে গিয়েছে|

এই ছাত্র-ছাত্রীরা হলো আগরতলা শ্রীকৃষ্ণ মিশন স্কুলের একাদশ ক্লাসের পড়য়া উর্মিতনু সেন, মডার্ণ হাইস্কুলের পড়ুয়া নবম শ্রেণীর কৃতি দেব, দ্বাদশের পড়ুয়া ইনসা আখতার এবং লঙ্কামুড়া হাইস্কুলের সুশান্ত বুদ্রপাল। উর্মিতনু এবং কৃতি নির্বাচিত হয়েছে মন্ত্রকের প্রশ্নের জবাবের ভিত্তিতে। প্রধানমন্ত্রীর পোর্টাল মাই গভ ডট ইনের মাধ্যমে। সুশান্ত রুদ্রপাল একজন থ্রি ডি ভিজুয়াল আর্টিস্ট এবং ইনসা আখতার যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছিল দিল্লিতে সদ্য সমাপ্ত কলা উৎসবে।                            

আগরতলা দুরদর্শন নিউজ এর সাথে পৃথক সাক্ষাত্কারে এই চার পড়ুয়া এই অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য তাদের বাছাই করায় এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাওয়ায় তারা শিক্ষা মন্ত্রকের উদ্দ্যেশে কৃতজ্ঞতা ব্যক্ত করেছে। তাঁদের মতে তারা প্রত্যেকেই গভীর আগ্রহের সাথে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেবার অপেক্ষায় আছে| প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় এবং এরকম সর্বভারতীয় এক বিরাট মঞ্চে নিজেদেরকে মেলে ধরার জন্যও এ এক অনন্য সুযোগ বলে তাঁরা অভিমত প্রকাশ করে|