আগরতলা, ২৬জানুয়ারি: আজকের সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য রয়েছে অনেক। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি সংবিধান নিয়ে যখন পথ চলা শুরু হয় তারপর থেকে ৭৫ বৎসরে ভারতবর্ষ আজকে কোন জাগায় দাঁড়িয়েছে, প্রত্যেক জনগণকে তা মূলায়ন করার সময় এসেছে। জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিসরে সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন পরিবহণ ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিসরে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে আজ। যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন পর্যটন ও পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রথামাফিক ত্রিপুরা পুলিশের তরফ থেকে গার্ড অফ অনারে অভিবাদন গ্রহণ করেন তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরী সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, আমাদের সংবিধানে অনেক পরিবর্তন এসেছে। সংবিধানের ধারা উপধারাকে মেনে ভারত সরকার নানা সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মধ্যে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েছেন।
তিনি বলেন, ধারা ৩৭০ ভারতবর্ষের সংবিধান থেকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। ধারা ৩৭০ কাশ্মীরকে ভারতের রাজ্য হওয়া সত্বেও দেশ থেকে আলাদা রেখেছিল। তাঁর কথায়, স্বাধীনতা পরবর্তী ধারা ৩৭০ অবলুপ্তির সাহস কোন সরকার দেখাতে পারেনি। ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সেই সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে।