কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের সদ্যঘোষিত মরণোত্তর পদ্মভূষণ প্রাপক হিসাবে সত্যব্রত মুখার্জির উদ্দেশে শ্রদ্ধা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শুক্রবার এক্স হ্যান্ডেলে সুকান্তবাবু লিখেছেন, “প্রয়াত শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করা হচ্ছে মরণোত্তর পদ্মভূষণ পুরষ্কারে ভূষিত হওয়ার জন্য তাঁর জনসাধারণের ক্ষেত্রে অনুকরণীয় অবদানের জন্য। তাঁর অসামান্য কাজ সর্বদা স্মরণ ও লালিত হোক।”
সত্যব্রতবাবু অবিভক্ত বাংলার সিলেটে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করে লন্ডনে ব্যারিস্টারি পড়তে যান এবং লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী লাভ করেন। রাজনীতিতে সক্রিয় ভাবে প্রবেশের আগে তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন।
সত্যব্রত মুখার্জী ভারতীয় জনতা পার্টির হয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ সালে নির্বাচিত হন। ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভায় ভারত সরকাররের রাসায়নিক ও সার মন্ত্রী এবং পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হন। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রার্থী জ্যোতির্ময়ী সিকদারের কাছে পরাজিত হওয়ার পরে তিনি রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন ২০০৮ সালে। ২০০৯ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে ক্রমশ দূরে চলে যান।

