নিউটাউনের ইকোস্পেসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর, তদন্তে পুলিশ

কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): নিউটাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০-তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন কবিতা কউর (৩৫) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার গভীর রাতে নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে ঝাঁপ দিয়ে ওই বধূ আত্মহত্যা করেছেন বলে খবর যায় টেকনোসিটি থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল প্রায় এক বছর ধরে, সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বিধান নগর মহকুমা হাসপাতালে।