প্রজাতন্ত্র দিবসে বিদেশ থেকেও এল শুভেচ্ছা, ভারতকে অভিনন্দন অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): ভারতের অত্যন্ত গৌরবের দিনে বিদেশ থেকেও শুভেচ্ছা-বার্তা। ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার ভারত ও ভারতের সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। শুভেচ্ছা-বার্তা এসেছে আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশ থেকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, “প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় জনগণকে শুভেচ্ছা। অস্ট্রেলিয়া এবং ভারত আগে কখনও এত ঘনিষ্ঠ ছিল না।”

মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা-বার্তায় জানান, “ভারতীয় জনগণকে অনেক অনেক অভিনন্দন।” মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছে জাপানও। এছাড়াও বিশ্বের অনন্ত দেশ দেশ থেকেও শুভেচ্ছা পেয়েছে ভারত।