প্রতীক্ষিত তুষারপাত কাশ্মীরে, শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল গুলমার্গ

শ্রীনগর, ২৬ জানুয়ারি (হি.স.): দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর প্রতীক্ষিত তুষারপাতের সাক্ষী হল কাশ্মীর উপত্যকা। তুষারপাতের পর শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে কাশ্মীরের গুলমার্গ। শুক্রবার গুলমার্গ-সহ কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাত হয়েছে। এদিন গুলমার্গ, কুপওয়ারার কিছু অংশ এবং গান্ডেরবাল জেলায় তুষারপাত হয়েছে। শ্রীনগরে হয়েছে হালকা তুষারপাত।

আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীরে আপাতত আগামী কিছু দিন হালকা বৃষ্টি ও তুষারপাত হবে। ২৮-২৯ জানুয়ারির মধ্যে আকাশ থাকবে মূলত মেঘলা, সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি ও তুষারপাতের। এছাড়াও ৩০-৩১ জানুয়ারির মধ্যেও হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, তুষারপাতের কারণে শুক্রবার মুঘল রোডে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বৃষ্টি ও তুষারপাত সত্ত্বেও, কাশ্মীরের নানা স্থানে শুক্রবার তাপমাত্রার পারদ চড়েছে। গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগরে মাইনাস ০.৫ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস।