দিল্লির বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবস পালন, কর্তব্যপথে নারীশক্তির জয়গান

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): আজ ২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস। সমগ্র দেশে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হল গৌরবের এই দিনটি। প্রতি বছরের মতো এ বছরও সমারোহে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। কুচকাওয়াজে প্রাধান্য পেল নারীশক্তি। প্যারেডে নেতৃত্ব দেওয়া থেকে মোটরসাইকেলে কসরত দেখানো সর্বত্রই মহিলাদের এবার নজরকাড়া অংশগ্রহণ।

দিল্লির কর্তব্যপথে আয়োজিত হয় প্রজাতন্ত্র দিবসের প্যারেড। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করেন । প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে নারীশক্তি। যেখানে জাতীয় সংগীত পরিবেশন করেন ১০০ জন মহিলা। এই প্রথমবার এক সর্ব-মহিলা ট্রাই-সার্ভিস কন্টিনজেন্ট কুচকাওয়াজে অংশ নিলেন। ভারতীয় বায়ুসেনার ফ্লাই-পাস্টের অংশ হলেন ১৫ জন মহিলা পাইলট। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) কন্টিনজেন্টে শুধুমাত্র মহিলা কর্মীরাই ছিলেন। প্রজাতন্ত্র দিবসের এবছরের কুচকাওয়াজে অংশগ্রহণ করছে তিন বাহিনীর নারী শক্তি।

ত্রিশূল ফর্মেশনে আকাশে গর্জে ওঠে সুখোই-৩০। বায়ুসেনার ‘ফ্লাইপাস্ট’। আকাশপথে শক্তি প্রদর্শন করে অ্যাপাচি, চিনুক কপ্টার। ক্ষমতা প্রদর্শন করে পণ্যবাহী কপ্টার। আধা সামরিক বাহিনীর মহিলা আধিকারিকদের ‘ডেয়ার ডেভিল বাইক স্টাট’ দেখা যায় কর্তব্যপথে। অল রাউন্ড ডিফেন্স- অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুজাতা গোস্বামীর নেতৃত্বে তাঁর দলের পাঁচ সদস্য মোটর বাইকে প্রদর্শন করেন ‘অল রাউন্ড ডিফেন্স’। এএসআই অনিতা কুমারী ভিভি-র নেতৃত্বে মোটর সাইকেলের উপর মানব পিরামিড গড়ে তোলেন ২১ জন মহিলা। ইনস্পেক্টর সীমা নাগ চলন্ত মোটর সাইকেলের উপর দাঁড়িয়ে স্যালুট করে দেখান।

অন্যদিকে সেনা দিবেসর প্যারেডের পুরুষদের নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েন ২৬ বছরের ক্যাপ্টেন তানিয়া শেরগিল। সেনাবাহিনীর পুরুষদের প্যারেডে তলোয়ার হাতে নেতৃত্ব দেন। তাঁর পরিবারের লোকজন বংশপরম্পরায় যুক্ত সেনাবাহিনীর সঙ্গে। তিনি নিজেও জানিয়েছেন ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল তাঁর।

সংস্কৃতি মন্ত্রকের ট্যাবলোয় দেখা যায় ‘এক টুকরো ভারত’-বন্দে ভারতম। বিভিন্ন রাজ্যের নাচ গানের ছবিও ফুটে ওঠে দিল্লির রাজপথে। জি-২০ সম্মেলন, নতুন সংসদ ভবন, নেতাজি সুভাষের নতুন মূর্তির ট্যাবলোও প্রদর্শন করা হল। উত্তর প্রদেশের ট্যাবলোয় স্থান পেল রামলালা। অবশেষে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ করে কর্তব্যপথ ছেড়ে বেরিয়ে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী।