দেশজুড়ে যথোচিত মর্যাদায় পালিত প্রজাতন্ত্র দিবস, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত গৌরবের দিনটি

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): সমগ্র দেশে যথোচিত মর্যাদায় পালিত হল ৭৫-তম প্রজাতন্ত্র দিবস। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হল গৌরবের এই দিনটি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেরঙা উত্তোলন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি প্রমুখ। শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা। জয় হিন্দ!”

দিল্লিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি বলেছেন, “আমি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, আমরা ‘স্বরাজ্য’ পেয়েছি, এটিকে ‘সুরাজ্যে’ রূপান্তর করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকা উচিত। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, আমরা বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি আত্মনির্ভর ভারত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি এবং ‘বিশ্বগুরু’ হওয়া আমাদের প্রচেষ্টা।”
৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে ‘সংকল্প সে সিদ্ধি’-এর দিকে কাজ করার জন্য আমি দেশবাসীর কাছে আবেদন করছি।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন সকালে দিল্লিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তিনিও দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডিও।
গুয়াহাটিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন অসমের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান তিরুবনন্তপুরমে তেরঙা উত্তোলন করেছেন। কেরলের রাজ্যপাল বলেছেন, “আমাদের দেশ যখন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের মধ্যে এই গ্রহণযোগ্যতার চেতনা আরও শক্তিশালী হয়ে উঠুক যে প্রতিটি কথায় এবং কাজে, আমরা আইনের শাসন সমুন্নত রাখার সাংবিধানিক আদর্শের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকি।”
কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট বেঙ্গালুরুতে ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জুনাগড়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে লখনউতে জাতীয় পতাকা উত্তোলন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলনের পরে প্রস্তাবনা পাঠে নাগরিকদের নেতৃত্ব দেন। জয়পুরে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি বলেন, “আমি সমস্ত নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। বিকশিত ভারত সংকল্পের সময়, প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেক নাগরিকের কিছু কর্তব্য আছে এবং আমি তাঁদের কর্তব্য মনে করিয়ে দিয়ে বলতে চাই, দেশ গঠনে প্রতিটি নাগরিকের অবদান অপরিহার্য। তাই দেশ গঠনে আমাদের দায়িত্ব পালন করা উচিত।” পাটনায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।