আগুনে পুড়ে ছাই ৬টি দোকান

আগরতলা,২৬ জানুয়ারি: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাব্রমের মনুবাজারের ৬টি দোকান। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। আর মধ্যে ৩টি হোটেল রয়েছে। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন।খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

জনৈক দোকান মালিক জানিয়েছেন, গতকাল রাত তিনটা নাগাদ দোকানে আগুন লাগে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি পরিমান ছিল আনুমানিক ৩ লক্ষাধিক টাকা।