নয়াদিল্লি, ২৫ জানুয়ারি ৷৷ জাতীয় ভোটার দিবসে দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ।
সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “জাতীয় ভোটার দিবসে আমাদের দেশের সকল নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা”। শ্রী অমিত শাহ বলেছেন, “ভোটের অধিকার হল সেই ভিত্তি যার উপর গণতন্ত্রের স্তম্ভ নির্মিত হয়। আমি সকল ভোটারদের, বিশেষ করে তরুণদের কাছে তাদের ভোটাধিকারের সুষ্ঠু ব্যবহার করার অঙ্গীকার করার জন্য এবং অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করার জন্য আহ্বান জানাচ্ছি।”