কোচবিহার, ২৫ জানুয়ারি (হি.স.) : কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে গবাদি পশু পাচারের অভিযোগে দুই পাচারকারীকে আটক করেছে বিএসএফের জওয়ানরা। ধৃতের নাম বিপিন অধিকারী (৩৪) ও প্রদীপ বর্মণ (৩৪)। পাচারকারীদের গাড়ি থেকে দুটি গরু উদ্ধার করেছে সীমান্তরক্ষীরা। বৃহস্পতিবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তথ্যমতে, মেখলিগঞ্জ থেকে তিনবিঘা করিডোরের দিকে আসা একটি সন্দেহজনক গাড়ি থামাতে বললে পালানোর চেষ্টা করে। পরে বিএসএফের জওয়ানরা গাড়িটিকে ধাওয়া করে থামায়। গাড়ি তল্লাশি করে দুটি গবাদি পশু উদ্ধার করা হয়। এরপর গরু পাচারের অভিযোগে গাড়িতে বসা দুজনকে আটক করা হয়। ধৃত পাচারকারীকে গরু, গাড়ি ও মোবাইল ফোনসহ কুচালীবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

