নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ জানুয়ারি : উনকোটি জেলাতে মহকুমা ভিত্তিক ভোটার দিবস পালিত হল। আজ কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে ১৪তম জাতীয় ভোটার দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার থেকে শুরু করে আরও অনেকে।
প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।
মূলত ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার মহান গুণাবলীকে সমৃদ্ধ করা দেশের প্রতিটি নাগরিককে সচেতন করা ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করাই হচ্ছে জাতীয় ভোটার দিবস পালনের মূল উদ্দেশ্য। এদিন অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়েছে।

