আগরতলা, ২৫ জানুয়ারি: টমটম ও বাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রীর। ওই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন ব্যক্তি। গতকাল রাতে ওই দূর্ঘটনায় খোয়াই শোকের ছায়া নেমে এসেছে।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গতকাল রাতে একটি টমটম দিয়ে পাঁচ জন স্কুল ছাত্রী এবং একজন সাংবাদিক বড়মুড়া থেকে খোয়াই-এর দিকে আসছিল। তখন একটি নম্বরবিহীন বাইক টমটমকে ধাক্কা দেয়। তাতে টমটম থাকা ছাত্রী সহ সাংবাদিক রাস্তায় ছিটকে পড়ে। তাতে গুরুতর আহত হয়েছেন তাঁরা। স্হানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলবাহিনী ও পুলিশকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে একজন স্কুল ছাত্রীর অবস্হা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছে। কিন্তু জিবি হাসপাতালে নেওয়ার ওই স্কুল ছাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি আরও জানিয়েছেন,মৃত ছাত্রী বড়মুড়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী জয়ন্তি পাল।