পাথারকান্দিতে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চূড়ান্ত

পাথারকান্দি (অসম), ২৫ জানুয়ারি (হি.স.) : গোটা দেশের সঙ্গে সংগতি রে‌খে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি‌তেও যথাযোগ্য মর্যাদায় সরকারিভাবে ৭৫-তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তু‌তি চূড়ান্ত হয়ে গেছে।

পাথারকান্দি সার্কল কার্যালয়ে অনুষ্ঠিত এক নাগরিক সভায় প্রজাতন্ত্র দিবস পালন নি‌য়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামীকাল সকাল সা‌ড়ে সাতটায় সরকারি ও বেসরকরি কার্যালয়, বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ নাগরিকদের বা‌ড়ি‌তে শ্রদ্ধার স‌ঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হ‌বে। পাশাপা‌শি শহিদ বেদিতে দেশের বীর শহিদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হ‌বে।

এছাড়া এদিন দুপু‌রে অনুষ্ঠিত হবে সরকা‌রি ও বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নে আলোচনাসভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পতাকা অবনমন করার জন্য সকল‌কে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছে সার্কল প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *