শাহজাহানপুর, ২৫ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট ১২ জন। নিহত ১২ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৩ জন মহিলা ও একটি শিশু। ট্রাক ও অটোর সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। নিহতরা সবাই অটোতে ছিলেন। শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক কুমার মীনা বলেছেন, বৃহস্পতিবার সকালে একটি ট্রাক ও অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। নিহত ১২ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৩ জন মহিলা ও একটি শিশু।
পুলিশ সুপার আরও বলেছেন, প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা সবাই পবিত্র স্নান করতে পাঁচাল ঘাটে যাচ্ছিলেন। তাঁরা নিজেদের গ্রাম থেকে অটো ভাড়া করেছিলেন, কন্টেইনার ট্রাকটি আটক করা হয়েছে, কিন্তু চালক পলাতক। তল্লাশি অভিযান চলছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। শাহজাহানপুর-ফারুখাবাদ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের বাড়ি মদনপুর গ্রামে। এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।