আগরতলা, ২৫ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ও প্রতিশ্রুতি অনুযায়ী ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে নতুন ভোটারদের। আজ একথা বলেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
উল্লেখ্য, সামনেই লোকসভা নির্বাচন। ছোট-বড় সব দলই তার প্রস্তুতিতে নেমে পড়েছে। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করেছে চূড়ান্ত ভোটার তালিকা।কমিশনের প্রকাশিত সংশোধিত এবং চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতেই হবে আসন্ন লোকসভা ভোট। আর এই আবহেই আজ নিজ বিধানসভা কেন্দ্রের নতুন ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
২৫ জানুয়ারি অর্থাৎ আজ জাতীয় ভোটার দিবস। আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য দিনটি পালিত হয় দেশজুড়ে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ দেশের নতুন ভোটার যাঁরা চব্বিশের লোকসভা নির্বাচনে প্রথমবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাঁদের সাথে রাণীরবাজারের গীতাঞ্জলি হলঘরে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির ১০-মজলিশপুর মন্ডল ও ভারতীয় জনতা যুব মোর্চা’র উদ্যোগে আয়োজিত নব মতদাতা সম্মেলনে অংশগ্রহণ করে নব ভোটারদের সাথে মতবিনিময় করে তাঁদের আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করলেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
গীতাঞ্জলি হলঘরে উপস্থিত যুব সমাজকে ভোটদানে উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর স্বপ্ন ও প্রতিশ্রুতি অনুযায়ী ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে তাঁদেরই। একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য তিনি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার জন্য নতুন ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন।

