নিজস্ব প্রতিনিধি, লংতরাভ্যালী, ২৫ জানুয়ারি : যোগ দর্শন নিজেকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়ার অধ্যয়নে অন্য সকল ভারতীয় দর্শনকে প্ৰভাবিত করেছে। এই যোগ অভ্যাসকে প্রচার ও প্রসারের জন্য ভারত,নেপাল ও ভূটান পায়ে হেঁটে পরিক্রমায় বের হন কর্ণাটক মহীশূরের এক যুবক। তাঁর নাম কৃষ্ণা নায়েক। প্রায় দশ হাজারের অধিক কিমি পাড়ি দিয়ে ত্রিপুরা পরিক্রমা করে ফেরার পথে মনুঘাটে পৌঁছেছেন তিনি।
এখানে প্রথমেই ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন লংতরাভ্যালী কমিটির পক্ষ থেকে সভাপতি অসীম দাস ও সম্পাদক রুপম দাস তাকে সংবর্ধনা জানান। পরে শ্যামাপ্রসাদ মুখার্জী নাইট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে মনুঘাট টাউনহল খেলার মাঠে তাকে সংবর্ধনা জানানোর জন্য একটি ছোট্ট অনুষ্ঠান করা হয়।
এই অনুষ্ঠানে মনু-ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে কৃষ্ণা নায়েককে সংবর্ধনা জানান। সঞ্জয়বাবুর পাশাপাশি বড়ুয়া লাইব্রেরির কর্ণধার বুদ্ধিদত্ত বড়ুয়াও তার হাতে উপহার তুলে দেন। মাঠভর্তি দর্শক ও খেলোয়ারদের জোরদার করতালির মাঝে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণা নায়েক বলেন যোগা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করার উদ্দেশ্য এই পথে নামা।