আগরতলা, ২৫ জানুয়ারি: তপশীলি জাতি সম্প্রদায়ের গর্বের মানুষ ছিলেন অদ্বৈত মল্লবর্মন। তাঁকে নিয়ে আমরা গর্ববোধ করি। তিতাস উপন্যাস লিখে তিনি আজও আপামর জনগনের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। আজ অদ্বৈত মল্লবর্মন জন্মজয়ন্তী উপলক্ষে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস।
প্রসঙ্গত, গত পহলা জানুয়ারি উপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যান দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলা স্তরে ও মহকুমা স্তরে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছিল্। আজ তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে অদ্বৈত মল্লবর্মন জন্মজয়ন্তী
আয়োজিত করা হয়েছে। এদিন আয়োজিত অনুষ্ঠানে তাঁর জীবন কাহিনি নিয়ে আলোচনা করা হয়েছে।
এদিন অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বলেন,
তপশিলি জাতি সম্প্রদায়ের গর্বের মানুষ ছিলেন অদ্বৈত মল্লবর্মন। তাঁকে নিয়ে আমরা গর্ববোধ করি। তিতাস উপন্যাস লিখে তিনি আজও আপামর জনগনের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।