ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ১৯৮; পঞ্জাবে মৃত্যু একজনের, সক্রিয় রোগী কমে ১,৭৬৪

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের বৃদ্ধি পেল ভারতে, তবে নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন, এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। পঞ্জাবে মৃত্যু হয়েছে একজনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১,৭৬৪-তে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,৩৩,৪৪২-তে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৮৯,৩৪২ জন করোনা-রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *