এডিজিপি সুরেন্দ্র কুমার সহ অসমের ১৫ জন পুলিশ কর্মী রাষ্ট্রপতি পদকের জন্য নির্বাচিত

গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি.স.) : অসমের কয়েকজন পুলিশ অফিসারকে রাষ্ট্রপতি পদকের জন্য বাছাই করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে রাষ্ট্ৰপতির পুলিশ সেবাপদক এবং ১৪ জনকে উৎকৃষ্ট সেবাপদক দেওয়া হবে।

সরকারি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাষ্ট্ৰপতির পুলিশ সেবাপদক পাচ্ছেন এডিজিপি সুরেন্দ্র কুমার। অন্য যে সকল পুলিশ কর্মী রাষ্ট্রপতির কাছ থেকে পদক গ্রহণ করবেন তাঁরা যথাক্রমে ডেপুটি পুলিশ কমিশনার জয়ন্তসারথি বরা (ট্রাফিক), ডেপুটি পুলিশ সুপার চিদানন্দ বরা, ডেপুটি পুলিশ সুপার অসীমকুমার দে, বোলোন্ডা ডব্লিউ ফোংলো (নায়েক, এবি), পরীক্ষিত গন্ধিয়া (হাবিলদার ক্লার্ক), ইউবিসি সঞ্জয়কুমার দাস, নীলকমল শুক্লবৈদ্য (এবিসি/৪১৩), জুনুমণি ডেকা বরা (ডব্লিউপিসি / ইউবি), সহকারী সাব-ইন্সপেক্টর (ইউবি) ধর্মেন্দ্র শইকিয়া, ল্যান্স নায়েক (এবি) চক্রধর দাস, সহকারী সাব-ইন্সপেক্টর (ইউবি) প্রণব বরা, সহকারী সাব-ইন্সপেক্টর (ডব্লিউও/ডব্লিউটি) বিজয়না দাস, রাজেশ কুমার ওঝা (ইউবিসি) এবং নীলিমা দাস (ইউবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *