নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে শীতের দাপট বজায় রয়েছে, পিছু ছাড়ছে না কুয়াশাও। বুধবার সকালেও কুয়াশার চাদরে ঢাকা থাকল দিল্লির আকাশ-বাতাস। তবে, কুয়াশার পরিমাণ এদিন তুলনামূলক কম ছিল। তবুও বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলচল করেছে। ফলে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। বুধবার সকাল ৬.৩০ মিনিটেও কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির আর কে পুরম এলাকা। দিল্লির পাশাপাশি উত্তর ভারতের অন্যান্য রাজ্যও এদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সমগ্র উত্তরভারত জুড়ে আগামী পাঁচ দিন অতি ঘন কুয়াশা জারি থাকবে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং বিহারের বিস্তীর্ণ অংশে রাত ও সকালের দিকে এই পরিস্থিতি দেখা যাবে। মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরাতেও পরবর্তী তিনদিন কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলির সঙ্গে বিহারেও আগামী দু’দিন তীব্র ঠান্ডা অনুভূত হবে।