প্রদেশ বিজেপির উদ্যোগে “শক্তিবন্দন” কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি : প্রদেশ বিজেপির উদ্যোগে বুধবার রাজধানী আগরতলার ভগত সিং যুব আবাসে “শক্তিবন্দন” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। মূলত মহিলা দ্বারা পরিচালিত স্ব- সহায়ক দল এবং এনজিও- এর সদস্যদের নিয়ে এদিনের এই কর্মসূচী পালিত হয়েছে।

এদিনের কর্মশালা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, মূলত কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাই মহিলাদের আয়কে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, সামনেই লোকসভা নির্বাচন।

এই নির্বাচনে মহিলাদের সংগঠিত করে রাজ্যের দুটি আসনে জয় নিশ্চিত করতেই এই কর্মসূচি। এই কর্মশালা জেলা ও মণ্ডল স্তরেও অনুরূপভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য,  সহ সভানেত্রী পাপিয়া দত্ত, সম্পাদিকা মৌসুমি দাস,  মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মহিলা কাউন্সিলরা।