নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): নতুন কৌশল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের একটি নতুন ভবন হল এই কৌশল ভবন। বুধবার এই কৌশল ভবনের শুভ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্মেন্দ্র প্রধান ও রাজীব চন্দ্রশেখর।
কৌশল ভবনের উদ্বোধনের পর প্রদর্শনীও ঘুরে দেখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সুবিধাভোগীদের মুখ থেকে শোনেন তাঁদের অভিজ্ঞতার কথা।