প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতির কাজ চলেছে। প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলো তাদের চূড়ান্ত প্রস্তুতির কাজ সেরে নিয়েছে।

রাজ্যের সর্বত্র প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে জনবহুল এলাকা, রেল স্টেশন, বাস স্টপ সহ অন্যান্য স্থানগুলিতে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তৎপরতা অব্যাহত রেখেছেন।  তবে কোনো জায়গা থেকে এখনো কোন ধরনের আপত্তিকর সামগ্রী এখনো পর্যন্ত উদ্ধারের খবর নেই।

প্রজাতন্ত্র দিবস অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

 ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার রাজধানীর আসাম রাইফেলস ময়দানে হয় চূড়ান্ত প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে।এইবারের কুচকাওয়াজে আসাম রাইফেলস ময়দানে বেশ কয়েকটি প্লেটুন অংশ গ্রহণ করবে।

বুধবার আসাম রাইফেলস ময়দানে তারই চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা গেছে। কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্লেটুন গুলি একে এক মহড়ায় অংশ নেয়। টি এস আর সহ রাজ্য পুলিশের প্লেটুন এই কুচকাওয়াজে অংশ গ্রহণ করে। রয়েছে বেশ কয়েকটি ব্যান্ড। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে আসাম রাইফেলস ময়দান ও তার প্রবেশ পথ। এদিনের চূড়ান্ত কুচকাওয়াজের মহড়ায় উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *