বিধাননগরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, ধুন্ধুমার পরিস্থিতি

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বিধাননগর। আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের দাবিতে শৈশালী ভবন অভিযান ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। তাদের মূল দাবি, আইসিডিএস সুপারভাইজার পদে ডব্লিউবিপিএসসি নিয়োগ সুপারিশ প্রাপ্ত ২৯৩১ জনের মধ্যে একই প্যানাল থেকে ১৩৬ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হলেও বাকিরা এখনো নিয়োগ পায়নি। তাই বাকিদের দ্রুত নিয়োগের করতে হবে। দাবীতেই এদিন তাদের শৈশালী ভবনে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, নিয়োগের দাবিতে ওই ভবনের এক আধিকারিকের সঙ্গে দেখা করতে গেলে তাদের বের করে দেয় বিধাননগর পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ছড়ায়। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরি প্রার্থীরা। পরে শৈশালী ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের ভেতরে বিনা অনুমতিতে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, পুলিশ তাদের রীতিমত জোর করে দফতরের ভেতর থেকে বের করে দেয়।