চন্ডীগড়, ২৪ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে এএপি পঞ্জাবের ১৩টি আসনের মধ্যে সবকটিতে জিতবে, একথা বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবার মুখ্যমন্ত্রী মান একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বলেন, আম আদমি পার্টি পঞ্জাবের ১৩টি লোকসভা আসনের মধ্যে সবকটিতেই জিতবে। চণ্ডীগড়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের জন্য এএপি কংগ্রেসের সঙ্গে জোট গঠন করেছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন যে আপ-এর লোকসভা আসনের সংখ্যা ১৪ হতে পারে কারণ একটি লোকসভা আসন চণ্ডীগড়ের। তিনি এদিন আরও বলেন, “পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। ১৩টি আসন আমাদের পক্ষে যাবে।”
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই জানান, এএপি এখন দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য প্রস্তুত। অন্যদিকে, এএপিও প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে।

