নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি: আগামী ২৬ জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করার জন্য রাজ্যের বিভিন্ন স্কুল থেকে জনজাতি অংশের ১৫ জন ছাত্রছাত্রীকে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখানোর জন্য নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে এ কথা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।
তিনি বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলছে সেই বিষয়টা তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের এই ব্যবস্থাপনা। আগরতলা থেকে নতুন দিল্লিতে ছেলেমেয়েদের নিয়ে যাওয়া এবং ফিরিয়ে নিয়ে আসার যাবতীয় অর্থ বহন করবে জনজাতি কল্যাণ দপ্তর।
এমনটাই জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ছেলেমেয়েদের সঙ্গে যাবেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকও।
এদিন এই ১৫ জন ছাত্রছাত্রীর হাতে তাদের পোশাক তুলে দেওয়া হয়। পোশাক তুলে দেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা।

