সাব্রুম ল্যান্ডপোর্ট কাজ প্রায় শেষ, আগামী এক মাসের মধ্যে স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে : আদিত্য মিশ্র

আগরতলা, ২৩ জানুয়ারি: সাব্রুম ল্যান্ডপোর্টের কাজ প্রায় শেষের পথে। আগামী এক মাসের মধ্যে এই স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সাব্রুম আইপিসি পরিদর্শনে এসে অভিমত ব্যক্ত করে এমনটাই বলেন এলপিআই চেয়ারম্যান আদিত্য মিশ্র।

এদিন তাঁর সফরকালে উপস্থিত ছিলেন এলপিআইয়ের সেক্রেটারি বিবেক বর্মন,
এলপিআইয়ের মেম্বার সঞ্জীব গুপ্তা,বিএসএফের আইজি পিযূষ প্যাটেল, পুরুষোত্তম দাস, বিএসএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অভিমুন্য ঝা।

তাছাড়া,এ দিনের সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিডি রামগড় স্থলবন্দর, সরোয়ার আলম, সিও লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন,
ইউএনও- রামগড় মমতা আফরিন, এসি ল্যান্ড- রামগড় মানস চন্দ্র দাস, ওসি দেবপ্রিয় দাস, ওসি ট্রাফিক- মুনির হোসেন প্রমূখ।

এদিন এল পি আই এর চেয়ারম্যান আদিত্য মিশ্র আইসিপির উন্নয়ন কর্মসূচি খতিয়ে দেখেন। এরপর মৈত্রী সেতুর উপর ভারতবর্ষের প্রতিনিধি দল বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের আইসিপির মূল কনস্ট্রাকশন কর্মসূচির উন্নয়নের কর্মকান্ডের ব্লু প্রিন্ট পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনে শেষে এলপিআই চেয়ারম্যান আদিত্য মিশ্র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সাব্রুম ল্যান্ডপোর্ট অথরিটির কাজ প্রায় শেষের পথে। আগামী এক মাসের মধ্যে এই স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হবে। অতিসত্বর স্থলবন্দরটি উদঘাটনের প্রয়াস করা হচ্ছে। যাতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বানিজ্য ও যাতায়াত শুরু করা যায়।

এই প্রজেক্টটি দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *