নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় চমৎকার কাজের জন্য ৬০প্যারাসুট ফিল্ড হাসপাতালকে সুভাষ চন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের প্রাতিষ্ঠানিক বিভাগের জন্য সুভাষ চন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার প্রদান করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার দুর্যোগের সময় ভারতে ব্যক্তি ও সংস্থার অমূল্য অবদান এবং নিঃস্বার্থ সেবার স্বীকৃতি ও সম্মান জানাতে সুভাষ চন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার নামে একটি বার্ষিক পুরস্কার চালু করেছে। প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিবছর প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদ ৫১ লক্ষ টাকা এবং একটি শংসাপত্র প্রদান করা হয়। এছাড়া ব্যক্তির ক্ষেত্রে ৫ লক্ষ টাকা নগদ এবং একটি শংসাপত্র পুরস্কার হিসাবে দেওয়া হয়।
৬০ প্যারাসুট ফিল্ড হাসপাতাল উত্তরপ্রদেশ রাজ্যে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর একমাত্র বিমান চিকিৎসা প্রতিষ্ঠান। এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি বিভিন্ন বৈশ্বিক সংকটে তার ব্যতিক্রমী সেবার জন্য স্বীকৃত।

