আইজল, ২৩ জানুয়ারি (হি.স.) : মিজোরাম বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে মায়ানমার সেনার বিমান। মঙ্গলবার সকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আশ্রিত মায়ানমারের সৈন্যদের স্বদেশে ফিরিয়ে নিতে এসে রাজধানী আইজলের পার্শ্ববর্তী লেংপুই বিমানবন্দরে অবতরণ করছিল মায়ানমারের সামরিক বিমানটি। বিমানে ১৪ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে আটজন গুরুতরভাবে আহত এবং বাকিরা অল্পবিস্তর হয়েছেন বলে জানা গেছে। তাঁদের লেংপুই হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বেশ কিছুদিন ধরে মায়ানমারের বিদ্রোহী আরাকান সেনার সঙ্গে সরকারি জুন্টা (সেনা) বাহিনীর সশস্ত্র সংঘর্ষ চলছে। এরই মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে আরাকান সেনার আক্রমণের মোকাবিলা করতে না পেরে জান–প্রাণ নিয়ে জুন্টা বাহিনীর সদস্যরা দলে দলে ভারতে অনুপ্রবেশ করছে। মণিপুর, মিজোরাম-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে আশ্রয় নিচ্ছে জুন্টা বাহিনী। তবে তাদের মধ্যে অধিকাংশ অনুপ্রবেশ করছে মিজোরামে।
চলতি বছরের শুরু থেকে গত ১৮ জানুয়ারি পর্যন্ত মিজোরামের ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে প্রায় ২৭৮ জন প্রতিবেশী রাষ্ট্রের সেনা জওয়ান অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতীয় ভূখণ্ডের (মিজোরাম) লংত্লাই জেলার বান্দুকবা এলাকায় কর্মা নদীর তীরে এসে আশ্রয় নিয়েছিলেন। তারা আসাম রাইফেলস-এর সুরক্ষা বলয়ে রয়েছেন। এর মধ্যে প্রায় ৯৪ জিন সেনাকে ভারতের আসাম রাইফেলস-এর সহায়তায় স্বদেশে পাঠানো হয়েছিল। কিন্তু বাকি ১৮৪ জন মায়ানমার সেনা-সদস্য স্বদেশে যেতে গররাজি ছিলেন। অবশেষে হস্তক্ষেপ করে ভারত সরকার। শীঘ্র তাঁদের স্বদেশে ফিরিয়ে নিয়ে যেতে মায়ানমার সরকারকে নির্দেশ দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক।
প্রসঙ্গত, এর আগে মায়ানমারের শাসক জুন্টা-সমর্থিত সেনা বাহিনী এবং স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষজনিক কারণ ৩৯ জন সেনা আধিকারিক সহ মায়ানমার থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ মিজোরামের চামপাই জেলায় আশ্রয় নিয়েছিলেন। আশ্রিতদের মধ্যে ২১ জন সেনা আহত ছিলেন। তাদের মিজোরামের আইজল এবং চাম্পাই হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের নির্দেশে আজ সকাল প্রায় ১১টা নাগাদ মিজোরামে আশ্রিত সেনাদের নিয়ে যেতে এসেছিল মায়ানমারের সেনা বিমান। কিন্তু বিমানটি নামার সময় রানওয়ের নির্দিষ্ট জায়গায় অবতরণ করতে না পেরে স্কিপ করে পাশে ঝোঁপে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এতে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।