আজ সম্মানরক্ষার ম্যাচে সুনীল গোল করে দলকে জেতাতে চান

কলকাতা, ২৩ জানুয়ারি (হি.স.): আজ মঙ্গলবার এশিয়ান কাপে সিরিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। আগের দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের কাছে ভারত হেরে প্রতিযোগিতা থেকে প্রায় বিদায় নিয়ে নিয়েছে । আজ হার বাঁচিয়ে সম্মানজনক ভাবে এশিয়ান কাপ শেষ করাই ভারতের লক্ষ্য। অধিনায়ক সুনীল ছেত্রীও চাইছেন সিরিয়া ম্যাচে জিততে এবং নিজে গোল করতে।

আজ তৃতীয় ম্যাচে ভারত যার মুখোমুখি হচ্ছে সেই সিরিয়া গ্রুপের সবচেয়ে দুর্বল দল হলেও র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ১১ ধাপ এগিয়ে। তারাও গ্রুপে ভারতের মতো একটা ম্যাচও জিততে পারেনি। তারাও চাইবে আজকের ম্যাচটা জিততে। ফলে হার বাঁচিয়ে সম্মানজনক ভাবে প্রতিযোগিতা শেষ করাও ভারতের কাছে কঠিন। আজ জিতলেও নক আউটে যেতে ভারতকে অনেক যদি-কিন্তুর উপরে নির্ভর করতে হবে। তাই আজ অধিনায়ক সুনীল ছেত্রী চাইছেন সিরিয়া ম্যাচে জিততে এবং নিজে গোল করতে।