ওড়িশা-১২৬ & ৯/১
ত্রিপুরা- ২২৯
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। সরাসরি জয়ের লক্ষ্যে বুধবার মাঠে নামবে ত্রিপুরা। ৩ পয়েন্ট নিশ্চিত হয়ে গেছে তৃতীয় দিনের শেষে। বুধবার শেষ দিনে আরও ৩ পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাবেন সেন্টু সরকাররা। অনূর্ধ্ব-২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে তৃতীয় দিনের শেষে আপাতত ৯৪ রানে এগিয়ে ত্রিপুরা। বুধবার শেষ দিনে নির্দিষ্ট সময়ে যদি খেলা শুরু হয় তাহলে হয়তোবা বোনাস পয়েন্ট নিয়েও জয় পেতে পারে রাজ্যদল। সফররত ওড়িশার ১৯৬ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ২২৯ রান করে। ১০৩ রানে পিছিয়ে থেকে ওড়িশা তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৯ রান করে। ত্রিপুরার পক্ষে দলনায়ক সেন্টু সরকার এবং অমিত আলি অর্ধশতরান করেছেন। মন্দ আলোর জন্য এদিনও মধ্যান্ন ভোজের পর খেলা শুরুই হয়। দ্বিতীয় দিনের ৩ উইকেটে ৪৮ রান নিয়ে খেলতে নেমে এদিন শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে থাকেন ত্রিপুরার ব্যাটসম্যান-রা। শুরুতে দলকে এগিয়ে নিয়ে যেকে মূখ্য ভঙূমিকা নেন সেন্টু সরকার। সেন্টু আউট হতেই যাবতীয় দায়িত্ব নিজের কঁাধে তুলে নেন অমিত আলি। সপ্তম উইকেটে অমিত এবং রিয়াজ উদ্দিন ১১৯ বল কেলে ৮১ রান যোগ করে ত্রিপুরাকে কিছুটা বড় স্কোর গড়াতে সাহায্যে করেন। অমিত ৮২ বল কেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩ রান করেনয। এছাড়া দলনায়ক সেন্টু সরকার ১১৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, চন্দন রায় ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং রিয়াজ উদ্দিন ৫৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ত্রিপুরা ৭০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান করে। সফররত ওড়িশার পক্ষে বাদল ৪৫ রানে ৫ টি এবং অভিনব নন্দা ৬৭ রানে ২ টি উইকেট দখল করেন। ১০৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ওড়িশা ৪ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৯ রান করে। দলের পক্ষে ওম ১৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৬ রানে এবং অভিনব নন্দ শূণ্য রানে অপরাজিত রয়েছেন। রঘুনাথ মল্ল-র উইকেটটি তুলে নেয় চন্দন রায়। বুধবার শেষ দিনে বোলারদের দিকে তাকিয়ে থাকবে ত্রিপুরা। বোলাররা জ্বলে উঠতে পারলেই জয় নিশ্চিত হবে। নতুবা ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।