কলকাতা, ২৩ জানুয়ারি, (হি.স.): নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জন্মদিনে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতার শুভেচ্ছাপত্রে সংবাদপত্রে নেতাজি বিষয়ক একাধিক পুরনো খবরের কাটিংয়ের কোলাজের ওপর নেতাজির দুটি এবং মমতার একটি ছবি। তাতে লেখা বিশ্বের গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। ওপরে লেখা ‘জয় হিন্দ’।
অভিষেক এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “নেতাজির জন্মবার্ষিকীতে আমি বিনম্র শ্রদ্ধায় মাথা নত করছি। তাঁর উত্তরাধিকার একটি জীবন্ত শক্তি যা আমাদের স্বাধীনতা, সাম্য ও ঐক্যের মূল্যবোধকে সমুন্নত রাখতে ইঙ্গিত দেয়। আমরা, আমাদের ব্যক্তিগত ক্ষমতায়, তিনি যে স্বপ্ন দেখেছিলেন – সেই একটি উজ্জ্বল ভারতে যেন অবদান রাখতে পারি।”